খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

মেলবোর্নে রোমাঞ্চ ছড়াল বুমরাদের বিপক্ষে অস্ট্রেলিয়ার লেজের প্রতিরোধ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:১০ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৪


মেলবোর্নে আজ ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনটি ছিল ঘটনাবহুল। ভারত প্রথম ইনিংসে ৩৬৯ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল অজিরা। ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের কাঁধে তখন চেপে বসেছিল ম্যাচ হারের শঙ্কা। তবে শেষ রক্ষা হয়েছে টেইলএন্ডার ব্যাটারদের দৃঢ় প্রতিরোধে। অধিনায়ক প্যাত কামিন্সের পর দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ন্যাথান লায়ন ও স্কট বোল্যান্ড। লায়ন-বোল্যান্ডের শেষ উইকেট জুটিতেই ৯ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে অজিরা।

দলীয় ৮৫ রানে ট্রাভিস হেড ও প্যাট কামিন্সকে হারানোর পর ৯১ রানে অ্যালেক্স ক্যারিকে হারায় অস্ট্রেলিয়া। এরপর অজিদের হয়ে ক্রিজে শেষ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ছিলেন মার্নাস লাবুশেন। ক্যারির পর তার সঙ্গী হন কামিন্স। অষ্টম উইকেটে লাবুশেনের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন কামিন্স। দুজন মিলে ভারতীয় বোলারদের ভালোই সামলাচ্ছিলেন। তবে মোহাম্মদ সিরাজের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে লাবুশেন আউট হলে ভাঙে এ জুটি।

এরপর ধারণা করা হয়েছিল, বুমরা-সিরাজদের তোপের মুখে খুব বেশিক্ষণ টিকবে না অজিদের লেজের ব্যাটাররা। তবে কামিন্স-লায়ন-বোল্যান্ডরা তা ভুল প্রমাণ করেছেন।

লাবুশেন ফেরার পর স্টার্ক ও লায়নের সঙ্গে যথাক্রমে ৮ ও ১৭ রানের জুটি গড়েন কামিন্স। কামিন্সের প্রতিরোধ ভাঙেন জাদেজা। ভারতীয় এ স্পিনারের বলে স্লিপে রোহিত শর্মার ক্যাচ হয়ে ৯০ বলে ৪১ রান করে সাজঘরে ফিরেন কামিন্স।

এরপর দশম উইকেটে বোল্যান্ডকে নিয়ে বাকি দিনটা পাড়ি দিয়েছেন লায়ন। ভারতীয় বোলারদের সকল প্রচেষ্টাই বৃথা করে দিয়েছেন এ দুজন। বুমরা-সিরাজদের পেস এবং জাদেজার স্পিনের বিপক্ষে সমানতালে লড়েছেন লায়ন-বোল্যান্ড।

এ দুজন মিলে দশম উইকেটে গড়েন ১১০ বলে ৫৫ রানের জুটি। এ জুটিতেই লিড বাড়িয়ে তিনশর ওপারে নিয়েছে অজিরা। চতুর্থ দিনের শেষ পর্যন্ত এ জুটি ভাঙতে পারেননি বুমরা-সিরাজরা। আর তাতে অজিদের লিড দাঁড়িয়েছে ৩৩৩ রানে, লায়ন ৫৪ বলে ৪১ এবং বোল্যান্ড ৬৫ বলে ১০ রান করে অপরাজিত আছেন।  

্রিন্ট

আরও সংবদ