খুলনা | শনিবার | ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

‘পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক কোনো দলের স্বার্থে নয়’

খবর প্রতিবেদন |
০১:১১ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক, কোনো দলের স্বার্থে নয় বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার বদল হলেও যেন পররাষ্ট্র নীতিতে জাতীয় স্বার্থ অক্ষুণœ থাকে, সে বিষয়ে কথা হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিনের সঞ্চালনায় ‘নতুন বাংলাদেশ গঠন: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ আলোচনা অনুষ্ঠান শেষে এসব কথা জানান উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের অখণ্ডতা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা দরকার। এসময় দেশের স্বার্থরক্ষা করে সব রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় সরকার জানিয়ে মাহফুজ আলম বলেন, গত সরকারের পররাষ্ট্র নীতি নতজানু ছিল।
তিনি বলেন, সরকার বদলালে যাতে পররাষ্ট্র নীতি বদলাতে না হয়, সে বিষয়টি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পররাষ্ট্র নীতির বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কোন হঠকারিতা চাই না। বর্তমান সরকারও হঠকারি কোনো কিছু করে থাকলে তা সংশোধন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন।

্রিন্ট

আরও সংবদ