খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

বৃহত্তর আমরা খুলনাবাসীর মানববন্ধনে বক্তারা

গল্লামারী ব্রিজ নির্মাণে গাফিলতির দায়ে ঠিকাদারকে কালো তালিকায় এনে শাস্তির দাবি

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


নগরীর গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ ৬৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালের ১ অক্টোবর শুরু হয়। যার দৈর্ঘ্য  ৬৮.৭০ মিটার প্রস্হ ১৩.৭০ মিটার। কাজটি শেষ হওয়ার কথা ২০২৫ এর মে মাসের মধ্যে। অথচ গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পরিবর্তনের পর থেকে গল্লামারী ব্রিজের কাজ বন্ধ রেখে ঠিকাদারী প্রতিষ্ঠান লাপাত্তা হওয়ায় শহরে প্রবেশের একমাত্র পথ এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাত্রিবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড গাড়িসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ভিআইপি ও উচ্চপদস্থ কর্মকর্তা এবং আশপাশ অঞ্চলের মানুষকে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনীয় কাজে খুলনা আসা যাওয়া করতে তাদের কে চরম ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এ অসুবিধার কারণে অনতি বিলন্বে ব্রিজের কাজ শুরু করতে হবে। অন্যথায় ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারর্স লিমিটেডের কার্যাদেশ বাতিল করতে হবে, জামানত বাজেয়াপ্ত করতে হবে, লাইসেন্স কালো তালিকাভুক্ত করতে হবে, তাকে জরিমানা করতে হবে এবং তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে গল্লামারী ব্রিজ সংলগ্ন স্থানে গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ ফেলে রেখে খুলনাবাসীর চরম ভোগান্তি দেয়ার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় বক্তারা আরও বলেন, সড়ক ও জনপথের যদি কোনো কর্মকর্তা-কর্মচারীর এই কাজে গাফিলতি থাকে ও দুর্নীতির সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সড়ক ও জনপথ খুলনার সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।  
মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র আহব্বায়ক এড. শফিকুল আলম মনা।
আরও বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম স্বমন্বয় কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উর রহমান লালু, যুগ্ম-মহাসচিব মোঃ মিজানুর রহমান বাবু. মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, মফিদুল ইসলাম, আঃ সালাম শিমুল, মোঃ দেলোয়ার উদ্দিন দিলু, সাইফুর মিনা, অধ্যাপক আদেল মুকুল, সৈয়দ বদউজ্জামান বদু, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক,  এস এম রবিউল ইসলাম সবুজ, মোঃ আজিম উর রহমান মুরাদ, মোঃ আশরাফ হোসেন, মোঃ আইনুল হক, মোঃ মাসুদ হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রফিক, জলাজলি, সাহিদা পারভিন, সাবিনা ইয়াসমিন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, মোঃ কামরুল ইসলাম কামু, শেখ হেদায়েত হোসেন হেদু, শেখ মোহাম্মদ আলী, এমএ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃসাকিল আহমেদ রাজা, মোঃ ইকবাল হোসেন তোকা,  আঃ মান্নান মুন্নাফ, মোঃ সব্জুুল ইসলাম সবুজ, লিটন মিত্র, মোঃ খায়রুল আলম ও মোঃ ফোরকান হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ