খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম

খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক মিলটন

নিজস্ব প্রতিবেদক |
১১:২৬ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


পত্রিকা মালিকদের সংগঠন খুলনা সংবাদপত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর’র সম্পাদক মোঃ তরিকুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। এছাড়া সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অতি দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করা হবে। রোববার খুলনার হোটেল ক্যাসল সালামে সংবাদপত্র পরিষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক আশরাফ উল হক, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক খুলনা টাইমস’র সম্পাদক সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিন’র সম্পাদক সোহাগ দেওয়ান।

্রিন্ট

আরও সংবদ