খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

তালায় রাতে চুরি চুরি বলে চিৎকার সকালে হয়ে গেল ডাকাতি

তালা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


তালায় আটারই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটক মঞ্চস্থ করা হলে সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান ও তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির নামে নাটকের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদের দাবি এলাকাবাসীর।
সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধে আছিয়া খাতুন (১৯) কে পিটিয়ে ডান হাত ভেঙে দেয় প্রতিপক্ষ শহিদুল­াহ গোলদার (৩৮)সহ ৪ জন। এঘটনায় থানায় হাসান গোলদারসহ ৪ জনের নামে এজাহার দায়ের করলে পুলিশ আসামি শহিদুল­াহ গোলদারকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।  
এদিকে গত ২৮ ডিসেম্বর রাতে শহিদুল­াহ গোলদারের ঘরের কাপড় ছড়িয়ে দিয়ে চোর চোর বলে চিৎকার করে তার স্ত্রীসহ সহযোগিরা। বিষয়টি গত ৩০ ডিসেম্বর সরেজমিনে তদন্তে গেলে সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী ও মোঃ হাসান আলী সরদার জানান রাতে চোর চোর বলে ওরা চিৎকার করে আর সকালে বলে ডাকাতি” আসল ঘটনা সব সাজানো নাটক। তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, পক্ষ প্রতিপক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি হলে থানায় মামলা রুজু  হয়। উক্ত মামলায়  আসামি শহিদুল­াহ গোলদার গ্রেফতার হয়ে জেলহাজতে আটক থাকায় প্রতিপক্ষকে ফাঁসাতে এ ঘটনার সৃষ্টি করা হয়। ঘটনার সত্যতা পাওয়া যায়নি। 
 

্রিন্ট

আরও সংবদ