খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

ডুমুরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


ডুমুরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ উপজেলা কমপ্লেক্সের স¤প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল আমিন। বক্তৃতা করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রিফাত রহমান, উপজেলা প্রকৗশলী মহাঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জিল­ুর রহমান রিগান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু আব্দুল­াহ্ বায়েজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টার মোঃ মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা সুলতানা কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রাণী, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, পল­ী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী রমজান আলী, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের এস আই মোঃ আব্দুস সাত্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাজেদুর রহমান, বন বিভাগের উপজেলা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর হোসেন, পাট কর্মকর্তা নীলয় মলি­ক, চেয়ারম্যান মোল­া মাহাবুবুর রহমান, শেখ হেলাল উদ্দিন, জহুরুল হক, গাজী হুমায়ুন  কবির বুলু, বিমল কৃষ্ণ সানা, বিশিষ্ট সমাজসেবক আ ব্দুল লতিফ জমাদার প্রমুখ। সভায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দু’পাশের বালুর বেড এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ ইটভাটা অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
 

্রিন্ট

আরও সংবদ