খুলনা | শনিবার | ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি হবে: আব্দুল হান্নান

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ৩১ ডিসেম্বর ২০২৪


বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র উপস্থাপনের কর্মসূচি হবে কি হবে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তবে সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) নির্ধারিত কর্মসূচি হবে। তবে ঘোষণাপত্র পেশ করা হচ্ছে না। সবার সঙ্গে আলোচনা করে সরকার এই ঘোষণাপত্র দেবে।

বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের ব্রিফ করেন।

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের দিনে ঢাকা শহরের প্রতিটি বাড়িঘর থেকে মানুষ নেমে এসেছিল, মঙ্গলবারও সবাইকে নেমে আসার আহ্বান জানান আব্দুল হান্নান মাসউদ।

হান্নান বলেন, জুলাই প্রক্লেইমেশন (ঘোষণাপত্র) কীভাবে দেয়া হবে, তা মঙ্গলবার বিকেলে শহীদ মিনারে জানিয়ে দেয়া হবে।

এই ছাত্র নেতা অভিযোগ করেন, আমাদের ঘোষণাপত্র উপস্থাপন যেন না হয় সেজন্য দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রে বিরুদ্ধে সরকার পেরেক মেরে দিয়েছে। সরকার আমাদের ঘোষণাপত্রের কথা গ্রহণ করেছে। যাতে আমরা বলতে না পারি সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে পেরেক মেরে দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। সরকার বলেছে, তারাও গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে।  আমরা কালকে সারাদেশের মানুষকে রাস্তায় নেমে এসে এর পক্ষে শক্তি প্রদর্শন করব।

এর আগে সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা দেওয়া হয়। পরে রাতেই জরুরি বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কয়েক ঘণ্টার বৈঠক শেষে গভীর রাতে তারা কর্মসূচি বহালের ঘোষণা দেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি হেড কোয়ার্টারে কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আব্দুল হান্নান মাসউদ জানান, এই ঘোষণাপত্র অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিনটা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান।

আব্দুল হান্নান মাসউদ বলেন, আগামীকাল (মঙ্গলবার) বড় আনন্দ বয়ে আনবে। তাদের নতুন স্বপ্ন দেখাবে।

কী থাকবে ঘোষণাপত্রে এমন প্রশ্নের জবাবে মাসউদ বলেন, ৩ আগস্টের এক্সটেন্ডেড ভার্সন আগামীকাল হতে যাচ্ছে। ফ্যাসিস্টের পতনের পর নতুন প্রক্লেমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, মঙ্গলবারের ঘোষণাপত্রে এমন একটা সীমারেখা আগামী দিনের সরকারকে দিয়ে যাওয়া হবে, তার বাইরে যেন কোনো সরকার যেতে সাহস না করে। বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে ১ জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে দেশে। সেই রাজনীতি কিসের ওপর ভিত্তি করে হবে সেটা আগামীকাল ডকুমেন্ট আকারে প্রকাশ করতে যাচ্ছি।

্রিন্ট

আরও সংবদ