খুলনা | শনিবার | ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

সিনিয়র সহকারী সচিব সাদিকুর রহমান সাময়িক বরখাস্ত

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ৩১ ডিসেম্বর ২০২৪


২৫ ক্যাডার নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমানের সই করা প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
এতে বলা হয়, সাদিকুর রহমান সবুজের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে চাকুরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

্রিন্ট

আরও সংবদ