খুলনা | শনিবার | ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

বাংলাদেশি যুবককে ৭ বছরের কারাদণ্ড দিল ভারতের আদালত

খবর প্রতিবেদন |
০৪:৪৩ পি.এম | ৩১ ডিসেম্বর ২০২৪


ভারতে জাহিদুল ইসলাম ওরফে কাউসার নামে এক বাংলাদেশি যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া কারাদণ্ডের পাশাপাশি তাকে অর্ধলক্ষাধিক রুপি অর্থদণ্ডও দিয়েছে আদালত।খবর টাইমস অব ইন্ডিয়ার।

জাহিদুল ইসলামকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত এই সাজা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ভারতে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রচারে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে সোমবার সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বেঙ্গালুরুতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর বিশেষ আদালত জাহিদুল ইসলাম ওরফে কাউসারকে ৫৭ হাজার রুপি জরিমানাও করেছে।

্রিন্ট

আরও সংবদ