খুলনা | শনিবার | ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

খুলনার রেল যোগাযোগে নতুন মাত্রা

মোহাম্মদ মিলন |
০২:৩৬ এ.এম | ০১ জানুয়ারী ২০২৫


খুলনার রেল যোগাযোগ নতুন মাত্রা যোগ দিয়েছে। বছরের শেষ মুহূর্তে এসে খুলনাবাসী উপহার হিসেবে পেয়েছেন নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। মাত্র ৪৪৫ ঢাকায় খুলনা থেকে পৌনে চার ঘন্টায় ঢাকায় যেতে পারছে মানুষ। এই ট্রেন শুধু খুলনার মানুষের জন্য নয়, পার্শ্ববর্তী জেলা নড়াইলকেও রেল নেটওয়ার্কে যুক্ত করেছে। নড়াইলবাসী পেয়েছে রেলপথে যাতায়াতের সুযোগ। এছাড়া খুলনা-মোংলা রুটে কমিউটার ট্রেন। ফলে বেনাপোল, যশোর, খুলনা হয়ে মোংলার যাত্রার সুযোগ পেয়েছেন যাত্রীরা। আর পদ্মসেতু হয়ে নকশিকাঁথা কমিউটার ও সুন্দরবন এক্সপ্রেসে ঢাকা যাত্রার সুযোগ।
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ : রেল সেক্টরের আরেকটি মাইলফলক হচ্ছে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকার জন্য নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনে মাত্র পৌনে ৪ ঘণ্টায় খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনায় চলাচল করতে পারছেন যাত্রীরা। প্রথমযাত্রায় ২৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি।
নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা।
খুলনা-মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন: ১ জুন ‘মোংলা কমিউটার’ ট্রেন প্রথমবারের মতো মোংলা রুটে যাত্রা করে। যা নতুন দিগন্তের সূচনা সৃষ্টি করে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।
খুলনা-ঢাকা রুটে নকশিকাঁথা কমিউটার ট্রেন : পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকা রুটে চলাচল করছে নকশিকাঁথা কমিউটার ট্রেন। ট্রেনের ছয় বগিতে আসন রয়েছে প্রায় ৬০০টি। মাত্র ২১০ টাকায় এ ট্রেনে খুলনা থেকে যাওয়া যাচ্ছে ঢাকায়। সপ্তাহে সাতদিনই চলাচল করছে নকশিকাঁথা কমিউটার।
ট্রেনটি খুলনা থেকে প্রতিদিন রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকায় পৌঁছায় সকাল ১০টা ১০ মিনিটে। ট্রেনটি ২৫টি স্টেশনে যাত্রাবিরতি এবং যাত্রী ওঠানামা করছে। ট্রেনটি ইজারার মাধ্যমে পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান এনআরএসআর ট্রেডিং। এটি আগে মেইল হিসেবে খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচল করতো।
সুন্দরবন এক্সপ্রেস: খুলনা থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস। ১ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। নতুন এই রুটে ট্রেন চলাচলে অন্তত দুই ঘণ্টা সময় বাঁচে।
 

্রিন্ট

আরও সংবদ