খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

খুলনায় দু’দিনের কর্মসূচি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৪ এ.এম | ০১ জানুয়ারী ২০২৫


জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১ জানুয়ারি। এ উপলক্ষে খুলনাতে দু’দিনের কর্মসূচি হাতে নিয়েছে দলটি। সুর্যোদয়ের সাথে সাথে মহানগর কার্যালয়সহ মহানগরীর অন্তর্গত সকল কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় নগরীর দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হবে। বেলা আড়াইটায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা করবে সংগঠনিটি। এছাড়া আগামীকাল ২ জানুয়ারি জেলা স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি-এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উলে­খযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে ছিল সংগঠনটি।

্রিন্ট

আরও সংবদ