খুলনা | শনিবার | ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

এডহক কমিটি গঠনের নামে দখল চেষ্টার প্রতিবাদ

নির্বাচনের দাবিতে নৌপরিবহন মালিক গ্র“পের সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |
০২:৫৭ এ.এম | ০১ জানুয়ারী ২০২৫


বৈধ এডহক কমিটি থাকা অবস্থায় জোরপূর্বক অবৈধভাবে আরেকটি এডহক কমিটি গঠন করে সংগঠন দখল চেষ্টার প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্র“পের সাধারণ সদস্যরা। মঙ্গলবার  বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে তারা নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ বছর সংগঠনটি শেখ পরিবারের দখলে ছিল। সাধারণ সদস্যরা এখন ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে চায়। কিন্তু ছাত্রদের ব্যবহার করে আওয়ামী লীগের দোসররা সংগঠনটি দখল করতে চায়। ভোটের অধিকার ফিরে পেতে সাধারণ সদস্যরা এখন রাস্তায় নেমেছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্র“পের ভারপ্রাপ্ত আহŸায়ক এম ডি আবদুল গফ্ফার। এ সময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম মানু, আইয়ুব আলী খান, অসিম কুমার সোম, মনিরুজ্জামান খান বাবু, আবদুস সালাম, সামসুল আলম রাজীব, শামীম তালুকদার, শাহিন হাসান মুন্না, শেখ তানজীম আহম্মদ, উজ্জ্বল গাঙ্গুলী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ