খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বটিয়াঘাটাকে ৫-০ গেলে হারিয়ে বিজয়ী কয়রা

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪০ পি.এম | ০১ জানুয়ারী ২০২৫


প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় পর্বের  খেলায় কয়রা উপজেলার বেদকাশি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ৫-০ গোলে বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালকে পরাজিত করেছে।

মঙ্গলবার সকাল ১০টায়  জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাঠে (বালিকা) ২য় পর্বের এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বেদকাশি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে গোল করেন স্নিগ্ধা মন্ডল,মুক্তা কয়াল ও ইতি অধিকারী। দলের পক্ষে স্নিগ্ধা মন্ডল ৩ গোল, বাকি দুজন ১ টি করে গোল করে দলকে ৫-০ গোলে জিতিয়ে নেন। আগামীকাল সকাল ১১ সেমিফাইনালে কয়রা বালিকা দল মুখোমুখি হবে তেরখাদার বালিকা দলের সাথে। দিনের অপর খেলায় কয়রার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের(বালক) দলের সাথে খেলা ছিল বটিয়াঘাটা(বালক) দলের। বটিয়াঘাটা(বালক) দল অনুপস্থিত থাকায় কয়রা (বালক) দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় সেমিফাইনালে তারা মুখোমুখি হবে তেরখাদা (বালক) দলের সাথে।

 

্রিন্ট

আরও সংবদ