খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের অবৈধ ভাটা ও বালুর বেড উচ্ছেদে অভিযান শুরু

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ০২ জানুয়ারী ২০২৫


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশের সকল বালুর বেডের বালু এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রত্যেকটি বেডে সরেজমিন যেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান এ নির্দেশনা দেন। এদিকে আজ বৃহস্পতিবার থেকে অবৈধ ভাটার কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন মাঠে নামছে। গত ৩০ ডিসেম্বর আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। 
উলে­খ্য দীর্ঘদিন ধরে খর্নিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন স্থানে বেশ কয়েকজন বালুর ব্যবসা চালিয়ে আসছে। এদিকে হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন ১৪টি ইটভাটা বন্ধ করে দিলেও পুনরায় বেশ কয়েকটি চালু করেছে। তাছাড়া ডুমুরিয়ার অধিকাংশ ইটভাটার পরিবেশসহ বিভিন্ন দপ্তরের নিবন্ধন নেই। যে কারণে উপজেলা প্রশাসন এসকল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। 
এদিকে সংবাদ প্রকাশের জেরে এবং পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ লাঞ্ছিত এবং দৈনিক দিনকাল ও লোক সমাজ প্রতিনিধি রুহুল আমিনকে জীবননাশের হুমকির প্রতিবাদ জানিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ। সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন স্বাক্ষরিত ওই প্রতিবাদ বিবৃতিতে উলে­খ করা হয়ে পৃথক দু’টি ঘটনায় সন্ত্রাসী হামলা ও জীবননাশের হুমকির সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ডুমুরিয়া প্রেসক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। উলে­খ্য, ভেজাল দুধ বিক্রি সংক্রান্ত সংবাদ পরিবেশন করায় গত ২৬ ডিসেম্বর রাতে চন্ডিপুর গ্রামের মৃত জিল­ুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম শেখেরহাট বাজারে শেখ আব্দুল মজিদকে লাঞ্ছিত করে। আর বুধবার দুপুরে বয়ারসিং এলাকায় সংবাদ সংগ্রহের সময় দিনকাল ও লোকসমাজ প্রতিনিধিকে জীবননাশের হুমকি দেয় ভাটা মালিক স্বপন সরদার ও রঞ্জন সরদার। 

্রিন্ট

আরও সংবদ