খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

ডুমুরিয়ায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা যুবদল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৩ এ.এম | ০২ জানুয়ারী ২০২৫


খুলনার ডুমুরিয়া উপজেলায় খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন যুবদল নেতা মুজাহিদুল ইসলাম জোয়ার্দার। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে একটি আলোচনার আয়োজন করা হয়। সে সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুজাহিদুর রহমানসহ বেশ কিছু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেরা পরিষদেও সামনের একটি চায়ের দোকানে বসেছিলেন মুজাহিদুল। তখনই অতর্কিত হামলা চালায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মফিজ মোল­ার ভাই ও উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর মোল­াও তার সহযোগীরা। এ সময় তার সাথে থাকা সোহাগ গোলদার, শাহিনুর রহমান শাহিন, রবিউল মেম্বর, পারভেজসহ ২০-২২ জন এ হামলা চালায়। পরবর্তীতে আহত অবস্থায় মুজাহিদুল ইসলামকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানান ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা। 

্রিন্ট

আরও সংবদ