খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

বাধ্যতামূলক অবসর ৩ অতিরিক্ত আইজি

৩ ডিআইজিসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ০২ জানুয়ারী ২০২৫


পুলিশের তিন ডিআইজিসহ ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া, আরও ৪৮ কর্মকর্তার নতুন করে পদায়ন করা হয়েছে।  বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোঃ আমিনুল ইসলামকে পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ অধিদপ্তরের টিআর পদে এবং এপিবিএনের ডিআইজি সিআইডিতে বদলি করা হয়েছে।
এছাড়া, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আরও আছেন ৮ অতিরিক্ত ডিআইজি, ৫ পুলিশ সুপার, ২ যুগ্ম-কমিশনার ও একজন উপ-কমিশনার।
আরেকটি প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২২ উপ-কমিশনার, ২৩ পুলিশ সুপার ও ৩ এআইজিকে নতুন করে পদায়ন বা বদলি করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে ৩ অতিরিক্ত আইজি : বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে (আইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দেওয়া প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
ওই তিন কর্মকর্তা হলেন-পুলিশ স্টাফ কলেজের রেক্টর মলি­ক ফখরুল ইসলাম, সেলিম মোঃ জাহাঙ্গীর ও ওয়াই এম বেলালুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকুরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকুরি থেকে অবসর দেওয়া হলো।
 

্রিন্ট

আরও সংবদ