খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

‘প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় ডুমুরিয়ার শাহাপুরের স্বাধীনকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা’

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৬ এ.এম | ০২ জানুয়ারী ২০২৫


প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় ডুমুরিয়ার শাহাপুর এলাকায় স্বাধীন সরদার (১৪) নামে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মাতা রেক্সোনা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন (নং-১৮, তারিখ ২৫/১২/২৪)।
এজাহারে বলা হয়েছে, ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীন সরদারের (১৪) সাথে একই এলাকার মোঃ সেলিম গাজীর মেয়ে মুনিয়া খাতুনের (১৪) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মামলার আসামি মোঃ সেলিম গাজী (৪০), মোঃ শামীম সরদার (২৪) ও মোঃ টিপু ওরফে টুটুল সরদার (২৬) এদের সম্পর্ক মেনে নিতে না পেরে স্বাধীন সরদারকে বিভিন্ন সময়ে মারধর করে আসছিলেন। 
২০২৪ সালের ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মামলার বাদী রেক্সোনা বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এবং তার স্বামী জাহাঙ্গীর আলম জীবিকার তাগিদে খুলনায় আসেন। সেই দিন মামলার আসামিরা উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্বাধীনকে শাহাপুর বাজার গাজীবাড়ী মোড় এলাকায় নিয়ে তাকে মারপিট করে আহত করে। মামলার বাদী রেক্সোনা বেগমের ছেলে ভিকটিম মৃত স্বাধীন সরদারকে বাড়িতে একা রেখে যান। ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে মামলার বাদী রেক্সোনা বেগম তার ছেলে স্বাধীন সরদারকে ডাকাডাকি করতে থাকে। ডাকাডাকির একপর্যায়ে তিনি তার ছেলের শয়নকক্ষে ঢুকলে তার ছেলেকে বাঁশের আড়ার সাথে পলিথিনের রশি দ্বারা গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে স্বাধীনের মৃতদেহ নিচে নামিয়ে রাখেন। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার দাফন সম্পন্ন হয়। 
 

্রিন্ট

আরও সংবদ