খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

গাংনীতে যুবদলের সভাপতিকে গলাকেটে হত্যা

খবর প্রতিবেদন |
০১:৩০ পি.এম | ০২ জানুয়ারী ২০২৫


মেহেরপুরের গাংনীতে পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে(৩৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) উপজেলার শহড়াবাড়িয়া-কামারখালী মাঠের কাঁচা রাস্তার ডান পাশের একটি ট্রেনের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।

আলমগীর হোসেন এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও সদ্য প্রবাস ফেরত এবং গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া বাজার পাড়ার মইনুদ্দিনের মেজো ছেলে। গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আলমগীর হোসেনের ছোট ভাই আলামিন হোসেন জানান, দুই মাস আগে তার মেজ ভাই আলমগীর হোসেন দুবাই থেকে বাড়িতে ফিরেছে। সে গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রতিদিন সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় এবং রাত দশটার মধ্যে আবারও বাড়িতে ফিরে আসে। গতকাল বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দেরি দেখে মোবাইল ফোনে ফোন দিলে তার মোবাইল ফোনটি বন্ধ  পাওয়া যায়। এরপর থেকে বিষয়টি আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে জানানো হয়। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার সহড়াবাড়িয়া এলাকায় একটি গলাকাটা লাশ পড়ে আছে জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখি আমার মেজ ভাইয়ের নিথর দেহ পড়ে আছে।  

তিনি আরও জানান, তার মেজ ভাই একটা সাদামাটা, সহজ-সরল মানুষ। জানামতে তার কোনো শত্রু নাই।

সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, ডিবি ওসি গোপাল কুমারসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বাণী ইসরাইল জানান, উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালী কাঁচা রাস্তার পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনও জানা সম্ভব হয়নি। তবে রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ