খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

আল জাজিরার টিভি সম্প্রচার স্থগিত করল ফিলিস্তিন

খবর প্রতিবেদন |
০১:৪৫ পি.এম | ০২ জানুয়ারী ২০২৫


ফিলিস্তিনে উস্কানিমূলক সংবাদ সম্প্রচারের অভিযোগে আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িক স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর রয়টার্সের

বুধবার ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উস্কানিমূলক সংবাদ প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

ওয়াফা আরও বলেছে, ফিলিস্তিনের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে টিভি সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, কাতার-ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান প্রতারণামূলক এবং সংঘাতকে আরও উস্কে দিচ্ছে।

এদিকে আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে,  স্থগিতের সিদ্ধান্তটি অস্থায়ী তবে এটি কবে শেষ হবে সেটা জানানো হয়নি।

গত সপ্তাহে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার সংবাদ কভারেজের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল।

এদিকে আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে ‘অধিকৃত অঞ্চলে চলমান আগ্রাসনের খবর সংগ্রহ করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা’ বলে নিন্দা করেছে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পশ্চিম তীরে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

অবশ্য মনে করা হচ্ছে হামাস পরিচালিত অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আল জাজিরা স্থগিতের এই সিদ্ধান্ত কার্যকর হবে না। কারণ গাজা ফিলিস্তিনের অংশ হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেটা শাসন করে না।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলেছে, সম্প্রচারকারী এই সংস্থাটি আরবদের, বিশেষ করে ফিলিস্তিনিদের নিজেদের মাঝের বিভাজন প্রদর্শন করছে। ফাতাহ, ফিলিস্তিনিদের আল জাজিরাকে সহযোগিতা না করার জন্য উৎসাহিত করেছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিসে হামলা চালিয়ে এটি বন্ধের নির্দেশ দেয়।

গত বছরের মে মাসে ইসরায়েল একটি আদেশ জারি করে আল জাজিরাকে ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিবেচনা করে নিজেদের দেশে চ্যানেলটির কার্যক্রম ও সম্প্রচার নিষিদ্ধ করে। পরে ইসরায়েলি আদালতও সেই নিষেধাজ্ঞা বহাল রাখে।

্রিন্ট

আরও সংবদ