খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

মোল্লাহাটে শিক্ষার্থীদের গাড়ী বহরে হামলার ঘটনায় অবশেষে মামলা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৬:২০ পি.এম | ০২ জানুয়ারী ২০২৫


বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারী) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি হৃদয় ঘরামী বাদি হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি মামলা দয়ের করেন। ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোস্তাক মুন্সি, উজ্জল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।  

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী হৃদয় ঘরামী বাদি হয়ে মামলার মাদ্রাসাঘাট এলাকার ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান কালু ফরাজীকে প্রধান আসামী করে ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে মামলা দয়ের করেছেন্। ইতোমধ্যে ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।  বিকেলে তাদের বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোল্লাহাট উপজেলার তিন সাংবাদিককে আসামী করা হয়েছে। এঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উল্লেখ, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির ঢাকাগামী গাড়িবহরের শিক্ষার্থীদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে দূর্বৃত্তরা। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়। আড়াই ঘন্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত তেইশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৩ জন স্থানীয় বাসিন্দা রয়েছে।

্রিন্ট

আরও সংবদ