খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

সিএসএস’র প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর সপ্তদশ মৃত্যুবার্ষিকী উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৫


সিএসএস প্রধান কার্যালয় ও আভা সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে সিএসএস আভা সেন্টারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবহেলিত গরীব, দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের একান্ত প্রাণের মানুষ, সিএসএস’র প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর সপ্তদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। 
প্রধান কার্যালয় ও আভা সেন্টারের সকল পর্যায়ের কর্মীগণ উপস্থিত ছিলেন। সিএসএস’র নির্বাহী পরিচালক রেভারেন্ড মার্ক মুন্সি’র প্রার্থনা ও শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে স্মরণ সভা আরম্ভ হয়। উক্ত স্মরণ সভায় সিএসএস প্রতিষ্ঠাতার জীবনী পাঠ, আরাধনা ও পবিত্র গ্রন্থ থেকে আলোচনা করা হয় এবং তাঁর জ্যেষ্ঠ সন্তান মি. যোনাথন মুন্সী স্মৃতিচারণ করেন। পরবর্তীতে সিএসএস স্থপতির সমাধিতে সকল কর্মীগণের পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই স্মরণ সভার সমাপ্তি ঘটে। 
এছাড়া এইদিন শিক্ষা সেক্টর, স্বাস্থ্য সেক্টর ও মাইক্রো ফিন্যান্সসহ সকল অফিস/ব্রাঞ্চে যথাযোগ্য মর্যাদায় সিএসএস’র প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী’র সপ্তদশ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও প্রধান কার্যালয়, আভা সেন্টার, শিক্ষা সেক্টর ও স্বাস্থ্য সেক্টর হতে গরীব, দুঃখী, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

্রিন্ট

আরও সংবদ