খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
১২:২১ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৫


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিশান হোসেন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আশিক হোসেন (২৫) নামে আরো একজন আহত হয়েছে। 
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে নওয়াদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশান হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আহত আশিক হোসেন একই এলাকার খোকনের ছেলে।
তবে দুর্ঘটনাটি খুব সকালে ঘটায় স্থানীয়রা ও পুলিশ স্পষ্টভাবে কোনো কিছুই বলতে পারছে না। কেউ কেউ বলছেন বাস বা ট্রাক কিংবা বিচুলি বোঝাই আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়েছে।
নিশানের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, গত তিন বছর যাবত নিশান ও আশিক দু’জন আলমডাঙ্গার একটি মাছের আড়তে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো দু’জন বৃহস্পতিবারও খুব সকালে মোটরসাইকেলে মাছের আড়তের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় শ্রীরামপুরে পৌঁছালে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় আশিককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একজন বলেন, বিচুলি বোঝাই একটি আলমসাধুকে দ্রুতগতিতে ওভারটেক করার সময় দু’জনই ছিটকে রাস্তায় পড়ে যান। পরে বিচুলি বোঝাই আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, বিচুলি বোঝাই আলমসাধুর ওভারটেক করার সময় ট্রাক চাপায় নিশানের মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ওয়াহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনাটি কিসের সাথে ঘটেছে তার সঠিক তথ্য জানা যায়নি।

্রিন্ট

আরও সংবদ