খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

ছাত্রদলের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনে কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর বিএনপি’র সম্মানিত আহবায়ক এস এম শফিকুল আলম মনা বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, খুলনা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, খুলনা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, খুলনা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, খুলনা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসসহ খুলনা মহানগর ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উর্ধ্বতন নেতৃবৃন্দ। উলে­খ্য ৮ দলীয় এই টুর্নামেন্ট শুরু হয়ে আগামী ১৯ জানুয়ারি চূড়ান্ত পর্যায়ের খেলার মধ্য থেকে শেষ হবে।
 

্রিন্ট

আরও সংবদ