খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

আজিজুল বারি হেলালের গাড়ি বহরে হামলার আসামি আসাদ মোল্লা গ্রেফতার

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৫


বিএনপি’র  কেন্দ্রীয় নেতা আজিজুল বারি হেলালের গাড়ি বহরে হামলা মামলার এজাহারভুক্ত আসামি ও শেখ পরিবারের একান্ত সহযোগী আসাদ মোল্লাকে গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। থানার ওসি মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। দিঘলিয়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা টোকনুজ্জামান বলেন বিগত ২০২২ সালের ২৫ আগস্ট  বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের রাজনৈতিক কর্মসূচি চলাকালে নগরঘাটে তার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় গত ২৯ আগস্ট বিএনপি নেতা খায়রুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। আটক আসাদ মোল­া উক্ত মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলার ১নং আসামি খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদী ইতিমধ্যে আটক হয়ে জেল হাজতে রয়েছে। স্থানীয়রা জানান আটক আসাদ মোল্লা দৌলতপুরের সকল প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যবসা বানিজ্য শেখ পরিবারের সহযোগিতায় একাই নিয়ন্ত্রণ করতেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসাদ বিভিন্ন ভাবে দৌলতপুর এলাকাতে ছাত্রদের আন্দোলন দমাতে বিভিন্ন মহলে বিপুল পরিমাণ অর্থের জোগান দিতেন।

্রিন্ট

আরও সংবদ