খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

দিঘলিয়ায় জামাইর দায়ের কোপে শ্বশুর আহত

দিঘলিয়া প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৫


দিঘলিয়া উপজেলার সেনহাটি লিচুতলায় সাবেক জামাই দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে শশুর ওবায়দুল শেখকে। ঘটনার সাথে জড়িত রাকিবকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায় উপজেলার  ফরমাইশখানার লতিফুর রহমান ওরফে লতুর পুত্র রাকিব (২৫) এর সাথে ৫/৬ বছর পূর্বে সেনহাটি  লিচুতলার ওবায়দুল শেখের কন্যা চাঁদনীর পারিবারিক ভাবে বিয়ে হয়। চাঁদনী ৫ বছরের এক পুত্র সন্তানের জননী। রাকিব বিভিন্ন সময় তার স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন এবং  তালাক দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতো। স্ত্রী নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে তিন মাস আগে স্বামীকে তালাক দেয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব ধারালো দা দিয়ে শ্বশুর ওবায়দুল শেখকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় পার্শ্ববর্তী লোকজন এসে রাকিবকে ঘরে আটক রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রাকিবকে আটক করে নিয়ে যায়। আহত ওবায়দুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানা মামলা দায়ের হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ