খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

বাগেরহাটে চিকিৎসকের খারাপ আচরণের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:২৬ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৫


বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবু জাফর মোঃ সালেহ্ এর বিরুদ্ধে কিশোরী রোগী ও তার বাবার সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই চিকিৎসকের বিচার দাবি করেন ওই শিশুর বাব সৈয়দ আলী আহমেদ।
তিনি বলেন, গেল ২৮ অক্টোবর আমার কিশোরী মেয়ে জেরিন আক্তার (১৪) কে হাসপাতালে নিয়ে যাই। টিকিক কাটার পর অনেকক্ষন অপেক্ষা করে মেয়েকে নিয়ে চিকিৎসক আবু জাফর মোঃ সালেহ্’র কক্ষে প্রবেশ করি। এ সময় চিকিৎসকের সহকারি আমাকে বসতে বলেন। ফাঁকা চেয়ারে আমি বসতে গেলে চিকিৎসক আবু জাফর মোঃ সালেহ্ চিৎকার করে বলেন এখান থেকে বেরিয়ে যান। হতবাক হয়ে চেয়ারে না বসে মেয়েকে বসতে বলি। মেয়ে বসার সাথে সাথে চিকিৎসক আবারও উচ্চস্বরে রাগান্বিত কন্ঠে বলেন তোর কি হয়েছে বল। তখন মেয়ে ভয়ে চুপ করে থাকলে আমি মেয়ের গায় হাত বুলিয়ে তার সমস্যার কথা বলতে বলি। তখন আমার মেয়ে জেরিন তার অসুস্থতার একটা কারণ বলার সাথে সাথে ডাক্তার ব্যবস্থা পত্র লিখে দেন কিন্তু অন্য সমস্যাগুলি শোনেন না। এমন পরিস্থিতিতে আমি কোনমতে আমার মেয়েকে সঙ্গে নিয়ে ডাক্তারের কক্ষ থেকে বেরিয়ে আসি এবং এ বিষয়ে হাসপাতালের তত্ত¡াধায়ক ডাঃ অসিম কুমার সমাদ্দারের নিকট মৌখিক অভিযোগ করি। তাতে কোন সুরাহ না পেয়ে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করি। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তকারি কর্মকর্তা দীর্ঘদিন ধরে আমাকে ঘুরিয়ে কোন সমাধান দেননি।
তিনি আরও বলেন, সরকারি হাসাপাতালে চিকিৎসা নিতে গিয়ে যদি এভাবে সন্তানের সামনে হেনস্তা হতে হয় তাহলে আমরা কোথায় যাব। একজন ডাক্তারের আচরণ এত বাজে হতে পারে এটা আমার চিন্তায় আসে না। আমি এই ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে ডাঃ আবু জাফর মোঃ সালেহ ০১৭৬৪১৯৫২৭৭ নম্বর মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও ফোনটি বন্দ পাওয়া যায়। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি জানার পরে ডা. আবু জাফর মোঃ সালেহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। শনিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।

্রিন্ট

আরও সংবদ