খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

দেড় মাস কারাভোগ শেষে নিজ দেশের উদ্দেশ্যে ৬৪ ভারতীয় জেলে

মোংলা প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৫


দীর্ঘ এক মাস ১৬ দিন কারাভোগ শেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ৬৪ ভারতীয় জেলে। গত বছরের ১৭ অক্টোবর জলসীমা লঙ্ঘনের দায়ে তাদেরকে আটক করেছিল নৌবাহিনীন ও কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকেলে এ জেলেরা ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগোনার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরা কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান। 
তিনি জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে গত ১৭ অক্টোবর ৪টি ট্রলারসহ ৬৪ জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী ও কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ওই ভারতীয় জেলেদের আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর এ ঘটনায় থানা মামলা দায়েরের পর তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিলো। টানা এক মাস ১৬ দিন হাজত খেটে বৃহস্পতিবার দুপুরে জেল থেকে ছাড়া পান ভারতীয় এ সকল জেলে। পরে বাগেরহাট থেকে পুলিশ পাহারায় তাদেরকে মোংলায় নিয়ে আসা হয়। মোংলার ফেরিঘাটে থাকা ভারতীয় জেলেদের ট্রলারসহ অন্যান্য মালামাল বুঝিয়ে দেয়া হয় তাদেরকে। আর কার্যক্রমের সাথে রয়েছেন পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা।
এ সকল জেলেদের নিতে আসা স্বজন অভিজিৎ বিশ্বাস ও সুকুমার গাইন বলেন, দিক ভুল করে ভারতীয় জেলেরা এদেশের জলসীমা চলে আসলে তাদেরকে আটক করে জেলে দেয়া হয়েছিলো। পরে ভারত-বাংলাদেশ সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেয়ায় ১ মাস ১৬ দিন পর তারা ছাড়া পেয়েছেন। তাদেরকে এখন আমরা কাকদ্বীপে নিয়ে যাবো। আর এদেশের বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই সমঝোতার মাধ্যমে আমাদের জেলেদেরকে জেল থেকে ছেড়ে দেয়ার জন্য।  
মোংলা থানার এসআই হাদিউজ্জামান হাদী বলেন, ভারতীয় জেলেদের আটকের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছিলো। বৃহস্পতিবার তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদেরকে আমরা তাদের রক্ষিত মালামাল বুঝিয়ে দিয়েছি এ কার্যক্রমের সাথে কোস্ট গার্ডও ছিল। এখন তারা তাদের দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। 

্রিন্ট

আরও সংবদ