খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

সাতক্ষীরা ও ডুমুরিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান

ছয়টির মালিককে ১৫ লাখ টাকা জরিমানা গুড়িয়ে দেওয়া হলো ২টি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৫০ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৫


সাতক্ষীরায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একটি ভাটায় তৈরি কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ও তিনটি ভাটার মালিককে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া খুলনার ডুমুরিয়ায় তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীর মেসার্স এম এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এ সময় তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, সদর উপজেলার তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় কোন বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় উপজেলার ভাড়ুখালীর মেসার্স এম এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়। একই সাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এছাড়া আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। পরে ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একই সাথে বৈধ কাগজপত্র না দেখানো পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 
ডুমুরিয়া : উপজেলার শোলমারি এলাকায় অবস্থিত ৩টি ইটভাটায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, এসব ভাটায় দীর্ঘ দিন ধরে নানা অনিয়ম চলে আসছে। নিয়ম না মানায় ভ্রাম্যমাণ আদালতে এস বি ভাটায় ২ লাখ, এন কে বি ভাটায় ৫ লাখ এবং সেতু ব্রিকসে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের পেশকার শামিমুর রহমান, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও থানা পুলিশের ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

্রিন্ট

আরও সংবদ