খুলনা | মঙ্গলবার | ০৭ জানুয়ারী ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার প্রতি বিনীত আবেদন পিনাকী ভট্টাচার্যের

খবর প্রতিবেদন |
০১:০২ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৫


বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন।
তিনি ড. ইউনূসকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাঃ জাফরুল­াহ চৌধুরীর কবর জিয়ারতের আহŸান জানান। তার মতে, জাতির প্রতি ডাঃ জাফরুল­াহর অবদান স্বীকৃতির দাবিদার।
শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দশ্য করে এই পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য।
পাঠকদের জন্য পিনাকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিনীত আবেদন: আপনি আপনার পুরো উপদেষ্টা মÐলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জাফরুল­াহ চৌধুরীর কবর জিয়ারত করুন। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এ পদক্ষেপে আনন্দিত হবে। কারণ দেশবাসী তার কাছে চিরঋণী।
এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসহীনভাবে লড়াই করে গেছেন। প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিউনিটির মধ্যে তিনিই একমাত্র নেতা, যিনি গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস কাজ করেছেন।  
তার অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার। আমরা আশা করি, ডাঃ জাফরুল­াহ চৌধুরীর জীবন ও কর্ম স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। এ জাতির স্বাস্থ্যসেবা আন্দোলনের এই মহান পথিকৃৎকে বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি এবং ডাঃ জাফরুল­াহ চৌধুরীর ছবিসহ একটি পোস্টারও যুক্ত করেছেন পিনাকী। ওই পোস্টারে পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও ড. কনক সরওয়ারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে। বাংলাদেশের শীর্ষ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডা. জাফরুল­াহ চৌধুরীর নামে। এ দেশে যিনি ফ্যাসিস্ট শাসন বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং চিকিৎসাসেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন। অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক। সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে।

্রিন্ট

আরও সংবদ