খুলনা | মঙ্গলবার | ০৭ জানুয়ারী ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে তিনটি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৫ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৫


সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগজিনসহ আসাদুল গাজী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের কুলপুকুর এলাকায় পাকা রাস্তার উপর থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। 
শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স-এর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের তথ্য জানান। গ্রেফতার আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর আলী গাজীর ছেলে। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের কুলপুকুর এলাকায় পাকা রাস্তার উপর থেকে আসাদুল গাজীকে গ্রেফতার করে। পরে তার দেহ তল­াশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি ও ছয়টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক মোঃ নিজামুদ্দিন বলেন এ ঘটনায় দেবহাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ