খুলনা | মঙ্গলবার | ০৭ জানুয়ারী ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১

রূপসায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অনবদ্য উজ্জল নক্ষত্র

রূপসা প্রতিনিধি |
০১:৫৫ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৫


খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিতের এক অনবদ্য উজ্জল নক্ষত্র। তার সৃষ্টিতে রচিত হয়েছে ছোট গল্প, কবিতা, গান, নাটক, উপন্যাসসহ অসংখ্য কাব্যগ্রন্থ। প্রত্যকটি কাব্যগ্রন্থে মানুষের জীবনের কথা তিনি তুলে ধরেছেন। তার সাহিত্য কর্ম বাদ দিলে বাংলা সাহিত্য অচল, এ কারনেই তিনি বিশ্বকবি হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তিনি বলেন রবীন্দ্রনাথকে জানে না এবং তার সাহিত্য কর্ম চর্চা করে না এমন কোনো দেশ নেই। যার জন্যই তিনি নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। 
অতিরিক্ত বিভাগীয় কমিশনার গতকাল শনিবার বিকেলে আকস্মিক রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের রবি ঠাকুরের পিতৃ পুরুষের আদি নিবাস  পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি এ সময় রবি ঠাকুরের পিতৃপুরুষের বংশধরদের খোঁজ খবর নেন এবং সংগ্রহশালা উন্নয়নে সরকারি আর্থিক সহায়তার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, খুলনা নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক কানাই লাল সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, রবি ঠাকুরের বংশধর গোপাল কুশারী, রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাংবাদিক চিত্তরঞ্জন সেন প্রমুখ। এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারণ সম্পাদক বাবলু কুমার আঁশ, সাংবাদিক মান্না দে প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ