খুলনা | মঙ্গলবার | ০৭ জানুয়ারী ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১

সিএসএস প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে গাইনি-শিশু চিকিৎসা এবং ওষুধ বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:০২ এ.এম | ০৬ জানুয়ারী ২০২৫


সিএসএস প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার বাগেরহাট জেলার চুলকাঠি বাজারে শিশু এবং গাইনি ক্যাম্পের মাধ্যেমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।  
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহম্মদ কওছার আলী গাজী এবং  গাইনি  অভিজ্ঞ ডাঃ হীরা বিশ^াস। রেললাইন সংলগ্ন চুলকাঠি বাজার এলাকায় স্বল্প আয়ের মা এবং শিশুরা চিকিৎসা গ্রহণ করেন। শীতকালীন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষেরা চিকিৎসা এবং ওষুধ পেয়ে সিএসএস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যাম্পে শতাধিক মা ও শিশুকে চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্প আয়োজন ও বাস্তবায়নে অন্যান্যের মধ্যে ছিলেন হাসপাতালের নার্স মেরী মার্গারেট মোল­া, মরিয়ম খাতুন, উজ্জল রায়, ফার্মাসিস্ট, মোঃ সেলিম শেখ, কো-অর্ডিনেটর মার্কেটিং অ্যান্ড পিআর, লিয়াকত আলী, অন্তরা খাতুন ও তৌফিকা খাতুন। 

্রিন্ট

আরও সংবদ