খুলনা | মঙ্গলবার | ০৭ জানুয়ারী ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১

যশোর জেলা যুবলীগ নেতা বিপুলের বড় ভাই কামাল পলাশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:০৪ এ.এম | ০৬ জানুয়ারী ২০২৫


যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বড় ভাই কামাল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ২টার দিকে শহরের প্যারিস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানার একদল পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একাধিক সূত্রে সত্যতা নিশ্চিত করা হয়েছে। 
এর আগে ৪ জানুয়ারি শনিবার আনোয়ার হোসেন বিপুলের অন্যতম সহচর নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের একাধিক সূত্রের দাবি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিপুলের বড় ভাই কামাল হোসেন পলাশকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে-এমনটি প্রত্যাশা করছে পুলিশ। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়নি।

্রিন্ট

আরও সংবদ