খুলনা | শুক্রবার | ১৭ জানুয়ারী ২০২৫ | ৪ মাঘ ১৪৩১

শীতের রাতে বৃদ্ধাকে কম্বল ও খাদ্য দিলেন ইউএনও

চিতলমারী প্রতিনিধি |
০২:৩৭ পি.এম | ০৬ জানুয়ারী ২০২৫


সত্তরোর্ধ বৃদ্ধা আছোরা বেগম। স্বামী মারা গেছেন বহু আগে। একমাত্র মেয়েকে দূরে বিয়ে দিয়েছেন। ভাই সোহরাব কাজী ছাড়া আপন বলতে কেউ নেই। সহায়-সম্বলহীন আছোরা বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামে ভাইয়ের আশ্রয়ে থাকেন। ভাই সামান্য দিনমজুর। তাঁর নুন আন্তে পান্তা ফুরানোর মতো অবস্থা। তাই আছোরা জীবিকার তাগিদে ভিক্ষা করেন।

রবিবার (৫ জানুয়ারী) রাতে এ খবর পেয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমল হোসেন ওই নারীর ভাইয়ের বাড়ি বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামে যান।

সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছোরা বেগমের খোঁজ-খবর নেন। তিনি তাঁকে শীতের কম্বল, চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ, মরিচ ও মশলাসহ ৬ মাসের খাদ্য সহয়তা প্রদান করেন। সেই সাথে আছোরা বেগমকে পুনর্বাসনের আশ্বাস দেন। এ সময় উপজেলা নির্বাহী কমকর্তা তাপস পাল আরও চারটি শীতার্ত পরীবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন। 

্রিন্ট

আরও সংবদ