খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

তালায় মোবাইল শোরুমে চুরি ক্ষতি ১২ লক্ষাধিক টাকা

তালা প্রতিনিধি |
১২:২৯ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৫


তালা উপ-শহরের ডাকবাংলো সংলগ্ন সাধু মার্কেটের দত্ত মোবাইল এ্যান্ড ইলেকট্রনিক্স-এর দোকানে চুরি হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। চোরের এ সময় বিভিন্ন কোম্পানীর ৬৫-৭০টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। 
দোকান মালিক প্রশান্ত কুমার দত্ত জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৯টায় দোকান খোলার সময় সার্টারের তালা ভাঙা দেখতে পাই। ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির ৬৫-৭০টি দামী স্মার্টফোন নেই। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত ৫ সদস্যের একটি চক্র চুরি করেছে। এর দুইজন ভিতরে প্রবেশ করে এবং অন্য তিনজন বাইরে ডিউটিতে ছিলো। চোরচক্র দোকানের সার্টারে একটি নতুন তালা ও চাবি ঝুলিয়ে রেখে গেছে। দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরি হওয়ায় হতভম্ব হয়ে পড়েছি। এদিকে খবর ছড়িয়ে পড়লে তালা থানা পুলিশ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকে চেষ্টা অব্যাহত আছে।

্রিন্ট

আরও সংবদ