খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

দেবহাটায় ৩টি পিস্তলসহ গ্রেফতার আসাদুলকে কারাফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৪ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৫


সাতক্ষীরার দেবহাটায় তিনটি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার আসাদুল গাজীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সাতক্ষীরার আমলী ৭নং আদালতের বিচারক তনিমা মন্ডল তন্বি শুনানী শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ আসামিকে জিজ্ঞাসাবাদ জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। গ্রেফতার আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে। 
মামলার  বিবরণে জানা যায়, দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তির মধ্যে নোড়ার চক গ্রামের ইসাদ আলীর ছেলে আনারুল ইসলামসহ দুইজন পালিয়ে যায়। অপরজন আসাদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার পরিহিত জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আহম্মেদ কবীর বাদী হয়ে শুক্রবার আসাদুল ইসলামসহ পলাতক আসামি আনারুল ইসলামের নাম উলে­খ করে ১৯৭৮ সালে অস্ত্র আইনের ১৯(এ)(এফ) ধারায় একটি মামলা (১নং) দায়ের করেন। 
মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ আসামী আসাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তিনি জানান, যথাসময়ে কারাফটকে যেয়ে আসাদুলকে জিজ্ঞাবাদ করা হবে।

্রিন্ট

আরও সংবদ