খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

জেলা জাপার শোক

জেলা জাপার সাবেক সহ-সভাপতি রূপসার ওহাব মেম্বর আর নেই

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৫


খুলনা জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, প্রাক্তন ইউপি সদস্য রূপসার নৈহাটী গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব শেখ (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব)। বার্ধক্যজনিত কারণে তিনি গত রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স¦জনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর কর্তপুর জামে মজজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজা পরিচালনা করেন কর্তপুর জামে মজজিদ খতীব মাওলানা নুর মোহাম্মদ। 
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, প্রিয়াম সী ফুডস এক্সপোর্টাস লিঃ পরিচালক সেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, রূপসা প্রেসক্লাবে উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম পলাশ, জেলা জাপা উপদেষ্টা শেখ আব্দুল আজিজ, সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক রহমত আলী খা, সহ-সম্পাদক শাহাজান আলী সাজু, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ শেখ ও মোঃ ওহিদুল ইসলাম, শিক্ষক হাফেজ মনজুরুল ইসলাম, নৈহাটী মধ্যপাড়া জামে মসজিদ সভাপতি তারেক আহমেদ টিপু, সাধারণ সম্পাদক লিয়াকত খা, নৈহাটী কালিবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শাহ জামান প্রিন্স, গোডাউন মোড় বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মোজাফ্ফার হোসেন, ভলিবল কোচ মোঃ সিরাজুল ইসলাম, আবু বক্কর মোল­া, জাপা নেতা অদুদ মোড়ল, নাজমুল কবির সাদী, শাহ মোঃ লায়েকউল­াহ, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ শাহজাহান আলী সাজু, ইসমাইল খান টিপু, ফরিদা ইয়াসমিন, তাইজুল ইসলাম, মাজহার জোয়াদ্দার পান, গোলাম মওলা, শেখ ইফতেখার আহমেদ, জামায়াত নেতা মোঃ নাজিম উদ্দিন, প্রাক্তন ইউপি সদস্য মোঃ আরজান আলী, আব্দুর রহিম কাজী, নান্নু মোল্লাসহ সর্বস্তরের লোক। এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমের বাড়িতে যান উদীচী খুলনা জেলার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সুখেন রায় ও রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু। দাফন শেষে দোয়া মোনাজাত করেন মরহুমের ছেলে মোঃ সুজাউদ্দিন। 
শোক : শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, উপদেষ্টা শেখ আব্দুল আজিজ, মোঃ ফরহাদ আহমেদ, নাজমুল কবির সাদী, শাহ মোঃ লায়েকউল্লাহ, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ শাহজাহান আলী সাজু, ইসমাইল খান টিপু, ফরিদা ইয়াসমিন, তাইজুল ইসলাম, মাজহার জোয়াদ্দার পান, গোলাম মওলা, শেখ ইফতেখার আহমেদ প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ