খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

কেসিসি এলাকার ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা মানচিত্র প্রণয়ন বিষয়ক কর্মশালা

তথ্য বিবরণী |
০১:৪৩ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৫


এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার ‘ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা মানচিত্র প্রণয়ন এবং ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট’ বিষয়ে এক সূচনা কর্মশালা সোমবার বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়নে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।  
অনুষ্ঠানে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্পটি এশিয়ার ছোট ছোট নগর কেন্দ্রিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। এর মাধ্যমে টেকসই নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহিষ্ণু এবং কম-কার্বন নিঃসরণকারী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কেসিসি এলাকার ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা বিষয়ক মানচিত্র প্রস্তুত হলে এর ড্যাশবোর্ড ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকার সকল রাস্তা, নদী, খাল, ড্রেনসহ সকল অবকাঠামোর তথ্য-উপাত্ত ব্যবহার করে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সুযোগ থাকবে। এর মাধ্যমে সকল স্থাপনার নির্মাণকাল, স্থায়িত্ব, ব্যবহারের ধরণ বিষয়ে তথ্য পাওয়া যাবে। একই সাথে জলাধারের আকার, গভীরতা, পানি প্রবাহের দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যাবে। যার মাধ্যমে নগরীর যানজট ও জলাবদ্ধতা দূরকল্পে পরিকল্পনা প্রণয়ন আরো সহজ হবে।
কর্মশালায় কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ