খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

৬ সন্তান ও স্বামী ছেড়ে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী!

খবর প্রতিবেদন |
০২:০৭ পি.এম | ০৭ জানুয়ারী ২০২৫


ছয় সন্তান ও স্বামী ছেড়ে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৩৬ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের হারদই জেলার ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর স্বামী রাজু এই ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে।

অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, স্ত্রী রাজেশ্বরী ও ছয় সন্তানকে নিয়ে হারদইয়ের হারপালপুর এলাকায় বসবাস করেন। ৪৫ বছর বয়সী নানহে পণ্ডিত এলাকায় মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন। নানহে ভিক্ষা করতে আসলে প্রায় রাজেশ্বরীর সঙ্গে গল্প করতেন এবং তারা ফোনেও কথা বলতো।

অভিযোগে রাজু আরও বলেছেন, গত ৩ জানুয়ারি আনুমানিক দুপুর ২টায় রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলে যে কাপড় ও সবজি কিনতে সে বাজার যাচ্ছে। এরপর রাজেশ্বরী না ফিরলে আমি সবখানে খোঁজ নিই কিন্তু তাকে পাইনি।

রাজু বলেছেন, একটি মহিষ বিক্রি করার যে টাকা ছিল তা নিয়েও আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সন্দেহ করছি নানহে তাকে নিয়ে গেছে।  

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নানহে পণ্ডিতকে খুঁজছে। 

্রিন্ট

আরও সংবদ