খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

যশোরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ধাক্কা, পরিবহন চালক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৬ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৫


যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে পরিবহনের ধাক্কায় পরিবহনের ধাক্কায় আহতের ঘটনায় পুলিশ লিটন পরিবহনের চালক কামাল হাওলাদার নামক পুলিশ আটক করেছে। তিনি বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে। আহতর ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মামলা হলে পুলিশ কামালকে আটক করেন। 
আহত মারুফ হাসান সুকর্ণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ১ম বর্ষের ছাত্র। তিনি গত ৬ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার সময় পালবাড়ী থেকে মোটরসাইকেল যোগে আরবপুরের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে পালবাড়ী মোড়স্থ ভাস্কর্য এর পাশে বিপরীত থেকে আসা লিটন পরিবহনের বাস যার নাম্বার (ঢাকা মেট্রো ব-১২-১৯৭৭) এর চালক কামাল হাওলাদার মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। মারুফ হাসান সুকর্ণ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে পুলিশ ফরিদপুর ভাঙ্গা উপজেলা এলাকা থেকে উক্ত পরিবহনের বাস জব্দ ও চালক কামাল হাওলাদারকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়। 

্রিন্ট

আরও সংবদ