খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৭ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৫


যশোরের চৌগাছায় উপজেলার শহরের স্বর্ণ ব্যবসায়ী ধীরেন্দ্র নাথকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণের পর ২৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। পরে জনতার সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। সোমবার রাত সাতটার দিকে তাকে অপহরণ করা হয়। অপহৃত ধীরেন্দ্রনাথ চৌগাছা উপজেলা শহরের স্বর্ণপট্টির উত্তম জুয়েলার্সের স্বত্বাধিকারী।
অপহৃত ধীরেন্দ্রনাথের স্ত্রী পদ্ম রানী দে জানান, ধীরেন্দ্র নাথ শারীরিকভাবে বেশ অসুস্থ। গত সোমবার রাতে তিনি বাসা থেকে বেরিয়ে দোকানে যান। ছেলেকে দোকান বন্ধ করতে বলে বাড়িতে আসেন। পরে ছেলের আসতে দেরী হচ্ছে দেখে তিনি আবারো দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এর মধ্যে ছেলে বাড়ি ফিরে জানায় তিনি দোকানে যাননি। এরপর তাকে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ সময় ছেলে তার বাবাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন চৌগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে কে বা কারা তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পরেই তার (ধীরেনের) মোবাইল থেকে ছেলের ফোনে কল আসে। ওপাশ থেকে বলা হয় তাকে জীবিত পেতে হলে ২০ লাখ টাকা রেডি কর। ১০ মিনিট পরেই আবারো কল আসে। তারা বলে একটি ব্যাগে করে টাকাটা নিয়ে আয়। পুলিশে খরব দিলে ফল ভালো হবে না। 
ধীরেনের ছেলে উত্তম কুমার দে জানান, সোমবার আমাদের দোকানে হালখাতা ছিলো। অনেকে হালখাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়তো তার বাবাকে অপহরণ করতে পারে। অপহরণকারীরা তার বাবার মোবাইল থেকে ফোন করে ২০ লাখ টাকা দাবি করে। পরে তারা বিষয়টি থানায় জানান।  
চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে অভিযান শুরু করি। একপর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এর মধ্যে আবরণকারীরা ধীরেন্দ্র নাথকে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা শহরে একটি চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। তিনি বাড়িতে ফোন করলে পুলিশের একটি টিম রাত পৌনে ১০টার দিকে তাকে ঝিকরগাছা থেকে উদ্ধার করে। 
তিনি আরো বলেন, আটককৃতদের ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অপহরণের সাথে কতজন জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

্রিন্ট

আরও সংবদ