খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

ডুমুরিয়ায় অপদ্রব্য পুশের দায়ে মাছ ব্যবসায়ীর ৩ মাসের জেল

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২০ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৫


ডুমুরিয়ায় মাগুরখালী এলাকায় গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক অসাধু মাছ ব্যবসায়ীর ৩০ কেজি মাছ ও পুশ করা সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমানের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। আদালতে ব্যবসায়ীকে ৩ মাসের জেল ও পুশকৃত ৩০ কেজি গলদা চিংড়ি উপজেলা চত্বরে বিনষ্ট করা হয়। যার মূল্য প্রায় ২ লাখ টাকা। 
জানা যায় দীর্ঘদিন মাগুরখালী এলাকায় বসত বাড়িতে অবৈধভাবে গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ করে আসছে এলাকার অসাধু চিংড়ি ব্যবসায়ী ভোলানাথ বৈদ্যের ছেলে রবেন বৈদ্য (৫৩)। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জিল­ুর রহমান রিগানের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

্রিন্ট

আরও সংবদ