খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

সুন্দরবনের শুঁটকি পল্লীতে কোল্ড স্ট্রোকে জেলের মৃত্যু

শরণখোলা প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ০৮ জানুয়ারী ২০২৫


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর শুঁটকি পল্লীতে কোল্ড স্ট্রোকে মোস্তফা শেখ (৫২) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে প্রচন্ড শীতে স্ট্রোকে আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। 
নিহত জেলে দুবলা বিশেষ টহল ফাঁড়ির অধীন শ্যালার চর শুঁটকি পল্লীর মহাজন লিটন মোল্লার ডিপোতে শুঁটকি প্রক্রিয়ার কাজ করতেন। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামে আহম্মদ আলী শেখের ছেলে। পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার জানান, প্রচন্ড শীতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান জেলে মোস্তফা শেখ। সকালে মৃতদেহটি ট্রলারযোগে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ