খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

ক্যান্সার আক্রান্ত ওয়ারিদ মাহমুদ বাঁচতে চায়

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৫


নগরীর খালিশপুর এলাকার এক অসুস্থ যুবক অর্থাভাবে যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন না। নগরীর ক্রিসেন্ট গেটের বিআইডিসি রোডের বাসিন্দা মোঃ ওয়ারিদ মাহমুদ দীর্ঘদিন ম্যাক্সো ফেসিয়াল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন। বর্তমানে স্টেজ ৪ ধাপ রয়েছে। কেমো থেরাপি দিতে হচ্ছে।
তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। সবাই চেষ্টা করলে অতি স্বল্প সময়ে টাকার ব্যবস্থা নিশ্চিত করে তাকে নতুন জীবন দিতে পারি। সম্পদশালী, দয়ালু ব্যক্তি কিংবা সহমর্মী সংগঠন এগিয়ে আসতে পারেন।
তার পরিবার সমাজের বিত্তবান মানুষদের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে দোয়ার অনুরোধ করেছেন। বিকাশ /নগদ নিজের :০১৯০৮২৫৮২৮৮, ব্যাংক ডিটেলস-ব্যাংকের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি, শাখার নাম: ফুলবাড়ী গেট শাখা, খুলনা। এ্যাকাউন্ট নাম্বার:২০১১৪৪০০১৭৬৩১, এ্যাকাউন্ট হোল্ডার: মোঃ ওয়ারিদ মাহমুদ, রাউটিং নাম্বার: ০৯৫৪৭০৮৫৮, সুইফট কোড: ইবিএলডিবিডিডিএইচ।
 

্রিন্ট

আরও সংবদ