খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

সিপিবি’র ৩১নং ওয়ার্ড শাখার সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩১নং ওয়ার্ড শাখার সভা বুধবার অস্থায়ী কার্যালয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। শাখা সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা তোফাজ্জেল হোসেন, আব্দুস সালাম শেখ, নজরুল ইসলাম খোকা, মোঃ জাকির হোসেন প্রমুখ।
সভায় সাংগঠনিক বিষয় আলোচনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের হকারদের উচ্ছেদের ঘোষণায় বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। সভায় বক্তারা বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা উন্নতি, রেশনিং ব্যবস্থার প্রবর্তন, জাতীয় বেতন স্কেল চালু এবং প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক সংসদ নির্বাচনের দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
 

্রিন্ট

আরও সংবদ