খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

ভারত সীমান্ত দিয়ে মানব পাচার, আটক ২৪

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৫


ঝিনাইদহে মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে মানব পাচারের সময় নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে মহেশপুর ৫৮-বিজিবি। বুধবার সকালে ৫৮-বিজিবির হেডকোয়ার্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ, ৫ জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, অবৈধ ভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন আটকরা। মঙ্গলবার দিবাগত রাতে ৫৮-বিজিবি আওতাধীন বাঘাডাংগা, পলিয়ানপুর এবং খোসালপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকের পর সবাইকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার এসআই আসাদ বলেন, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ