খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

হার্টের রোগী ঝালমুড়ি বিক্রেতা নজরুল বাঁচতে চায়, সাহায্য কামনা

নিজস্ব প্রতিবেদক |
১২:৫১ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৫


ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন মোঃ নজরুল ইসলাম। নগরীর টুটপাড়া মহিরবাড়ি মোড়ের একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। দু’সন্তানের পিতা নজরুল ইসলামের একমাত্র ছেলেটিও প্রতিবন্ধী। মেয়ে বিবাহিত। কোনো রকমে নূন আনতে পান্তা ফুরায় তার। কিন্তু বিগত ২০ দিন ধরে তিনি হার্টের রোগে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, তার হাটে রিং পরাতে হবে। কিন্তু তার আর্থিক সঙ্গতি নেই। এজন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন তিনি।
নজরুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় জন্মস্থান তাদের। অনেক আগে থেকেই তারা টুটপাড়ায় থাকেন। তিনি নিজেও ঝালমুড়ি বিক্রি করেন। তার মেঝভাই মোঃ নজরুল ইসলাম বিগত ২০ দিন আগে হার্টের রোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি অচল। অর্থের অভাবে তিনি যথাযথ চিকিৎসা নিতে পারছেন না। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন।
সাহায্য পাঠানোর জন্য ০১৮২২-৯৪৪১২৬ (বিকাশ পারসোনাল) অথবা ০১৮১৪-৯৬২৯৮১ (নগদ পারসোনাল) নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

্রিন্ট

আরও সংবদ