খুলনা | শুক্রবার | ১০ জানুয়ারী ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১

গাজায় আরেকটি মেরকাভা ট্যাংক ধ্বংস, ইসরায়েলি সেনার মৃত্যু ৪০০ ছাড়াল

খবর প্রতিবেদন |
০১:৩৪ পি.এম | ০৯ জানুয়ারী ২০২৫


ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ভয়াবহ যুদ্ধ চালাচ্ছে প্রতিরোধগোষ্ঠী হামাসের যোদ্ধারা। বুধবার তাদের হামলায় উড়ে গেছে বিখ্যাত ইসরায়েলি ট্যাংক মেরকাভা। এতে তিন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। একইসঙ্গে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের বরাতে বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

নিহত তিন সেনা হলেন- স্টাফ সার্জেন্ট মাতিতাহু ইয়াকভ পেরেল, (২২), স্টাফ সার্জেন্ট কানাও কাসা (২২) এবং স্টাফ সার্জেন্ট নেভো ফিশার (২০)। তারা সবাই ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নে কাজ করতেন। একই ঘটনায় গুরুতর অবস্থায় একজন অফিসারসহ আরও তিন সেনা আহত হয়েছেন।

এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি সেনার মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০১ জনে। যদিও হামাস বলছে এই সংখ্যা আরও বেশি। জনরোষ ও ব্যর্থতা ঢাকতে সেনাদের মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করে ইসরায়েল।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সেনারা বেইত হানুন এলাকায় একটি অপারেশনে যাচ্ছিল। পথে হামাসের পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ট্যাংক ধ্বংস হয়ে তিন সেনার মৃত্যু হয়।

ওই এলাকায় অপারেশন চালাতে গিয়ে আগের দুই দিনে পৃথক ঘটনায় আরও তিনজন সৈন্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রায় দেড় বছর ধরে ভয়াবহ হামলা চালিয়ে গাজাকে ধ্বংস করে দিলেও হামাসকে দমাতে পারেনি ইসরায়েল। গত দুই সপ্তাহে গাজা থেকে ইসরায়েলে ২০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। প্রাণ হারিয়েছে অন্তত ১০ সেনা।

গত ৪ জানুয়ারি আল-কাস্সাম ব্রিগেড জানিয়েছিল, তারা জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে চারটি ট্যাংক ধ্বংস করেছে। এছাড়া তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরাইলের একটি সাঁজোয়া যানকে ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই সাঁজোয়া যানটি ধ্বংস করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে অন্তত পাঁচটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা, যা ইসরায়েলের জন্য লজ্জাজনক হিসেবে দেখা হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ