খুলনা | শুক্রবার | ১০ জানুয়ারী ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১

রেললাইনের পাশে অসহায় দুস্থ নিম্নবিত্ত মানুষের মাঝে শীতের কাপড় বিতরণে বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ১০ জানুয়ারী ২০২৫


পতিত ফ্যাসিস্ট সরকারের কালো টাকায় বিক্রি হয়ে একটি কুচক্রিমহল ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য কাজ করছে কিন্তু দেশের জনগণ এখন সচেতন তারাই ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিবেন উলে­খ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমরা আন্দোলনের প্রথম ধাপ শেষ করেছি। কিন্তু জনগণের ভোটাধিকারের আন্দোলন এখনো শেষ হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। দেশের মানুষ অপেক্ষায় আছে দীর্ঘ ১৬ বছর পরে ভোট প্রদানের জন্য। তিনি অবাধ ও সুষ্ঠ ভোটের পরিবেশ ফিরিয়ে দেয়ার জন্য অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান।  
বৃহস্পতিবার বিকেল ৪টায় খালিশপুর থানা অন্তর্গত ১০নং ওয়ার্ডের রেললাইনের পাশে অসহায় দুস্থ নিম্নবিত্ত মানুষের মাঝে শীতের কাপড় বিতরণকালে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। 
খুলনা মহানগর বিএনপি’র সম্মেলন সর্ম্পকে প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলন একটি সাংগঠনিক প্রক্রিয়া। ইতিমধ্যে নগরীর ওয়ার্ড থানার সম্মেলন সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করবো চলতি জানুয়ারি মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করার। যদি সেটা সম্ভব না হয় তবে ফেব্র“য়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সম্মেলন শেষ করা হবে। 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত লুটেরা সরকার পাটকলগুলো বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনাও পরিশোধ করেনি। দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আবারো পাটকলগুলো চালু করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বিএনপি জনগণের দল উলে­খ করে কেন্দ্রীয় এ নেতা বলেন দেশের মানুষ যখনই কোন বিপদে পড়েছে তখনই জিয়া পরিবার এগিয়ে এসেছে। 
২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাঁচতে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে হলেও এ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তিনিই জাতিকে মুক্ত করেছেন তারেক রহমান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের কালো টাকায় বিক্রি হয়ে একটি কুচক্রিমহল ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য কাজ করছে কিন্তু দেশের জনগণ এখন সচেতন তারাই ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিবেন।   
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহŸায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, এড. মোহাম্মাদ আলী বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ