খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

দাবানলে বিপর্যস্ত হলিউড, পেছাল অস্কার

খবর বিনোদন |
০১:৫৯ পি.এম | ১১ জানুয়ারী ২০২৫


যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে বিপর্যস্ত সব। আচ লেগেছে হলিউডেও। এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে গেছে। পিছিয়ে দেওয়া হচ্ছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। স্থগিত রাখা হয়েছে বেশ কিছু জনপ্রিয় টক শো। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) অস্কার মনোনয়ন ঘোষণার কথা থাকলেও এই ঘোষণা এখন ১৯ জানুয়ারি করা হবে। দাবানলের কারণে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ১০ হাজার একাডেমি সদস্যের ভোটের সময়সীমাও দুই দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত করা হয়েছে। দাবানলে পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। এখন তা ২৬ জানুয়ারি করা হয়েছে।

দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান’, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্ল’সহ বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিংও বাতিল করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু জনপ্রিয় টক শো’র সম্প্রচারও সাময়িক স্থগিত রাখা হয়েছে।

দাবানলে ঘর পুড়েছে হলিউডের একাধিক তারকার ঘর। এরমধ্যে আছেন ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসরা। মাথা গোঁজার ঠাই হারিয়ে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেকে। 

্রিন্ট

আরও সংবদ